আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করি আল্লার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মেগা ড্রাইভের লিঙ্কের কোনো ফাইল, মুভি ইত্যাদি সহজেই ডাউমলোড করবেন। 

#প্রথমে মেগা ড্রাইভ সমন্ধে আলোচনা করে নিই
মেগা ড্রাইভ হলো গুগল ড্রাইভ যেরকম অনেকটা সেরকমই। গুগল ড্রাইভে যেমন যেকোনো ধরণের ফাইল রাখা যায় মেগা ড্রাইভেও ঠিক একই রকম। মেগা ড্রাইভে সবচেয়ে বড় সুবিধা যেটা তা হল যেখানে গুগল ড্রাইভ তার প্রতিটি ইউজারকে ১৫ জিবি ক্লাউড ড্রাইভ ফ্রীতে দেয় সেখানে মেগা ড্রইভ তার প্রতিটি ইউজারকে ৫০ জিবি 🤗 ক্লাউড ড্রাইভ ফ্রীতে প্রধান করে আর এজন্যই অনেকে কোনো ফোনের কাস্টম রম, নাটক, মুভি, বড় বড় গেমস ইত্যাদি মেগাতে আপলোড করে থাকে। 

কিন্তু এতসব সুবিধা দেওয়া সত্বেও মেগাতে যে সমস্যা হয় তা হল মেগার কোনো লিঙ্ক থেকে কাঙ্খিত ফাইলটি ডাউনলোড করা। 

এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই ডাউনলোড করতে পারবেন। 

মনে করেন আমি একটা সাইট থেকে মুভি ডাউনলোড করব। মুভিটা যে শেয়ার করেছে তা সে মেগাতে আপলোড করে লিঙ্ক শেয়ার করেছে। ধরেন লিঙ্কটা হল এমনঃ
https://mega.nz/#!GhtQDYKJ!CNjH7iUqZoopBKW9jZdu6Wbo0X53eAV5VBAM_uLJWxY

এখন আমি যদি লিঙ্কটা অপেন করি তাহলে নিচের স্কিনশটের মতো দেখাবে

স্কিনশটটা ভালো করে খেয়াল করে দেখেন এতে ডাউনলোড করার কোনো অপশন নেই। 

এখন আপনার ব্রাউজারের থ্রী ডট মেনু থেকে ডেক্সটপ সাইট এ ক্লিক করুন নিচের মতো। (ব্রাউজারটি অবশ্যই এমন হতে হবে যা ফ্ল্যাশ সাপোর্ট করে। আমি ক্রোম ব্রাউজারকে রিকামান্ড করব) 


দেখেন এখন ডাউনলোড বাটন শো করছে এবার ডাউনলোড বাটনে চাপ দিন। স্টোরেজ পারমিশন নিতে চাইলে এলাউ দিন।দেখুন পরে নিচের মতো ডাউনলোড হওয়া শুরো হবে। এটাই হবে মেইন ডাউনলোড।। 


তো এভাবেই মেগা থেকে সহজেই ডাউনলোড করতে পারেন।।

পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান।। আর নিত্য নতুন পোস্ট পেতে পিপড়ার ডাক্তার.কম এর সাথেই থাকুন।। 

ফেসবুকে আমিঃDH SAJIB
যেভাবে আমাদের সাইট  [মেগা (mega.nz)] থেকে  মুভি ডাউনলোড করবেন
Bookmark

যেভাবে আমাদের সাইট [মেগা (mega.nz)] থেকে মুভি ডাউনলোড করবেন

Type:
Genre:
Status:
Country:
Keywords: Watch online যেভাবে আমাদের সাইট [মেগা (mega.nz)] থেকে মুভি ডাউনলোড করবেন bahasa Indonesia, Streaming anime যেভাবে আমাদের সাইট [মেগা (mega.nz)] থেকে মুভি ডাউনলোড করবেন sub indo, Mau nonton anime terbaik dengan subtitle Indonesia? Streaming anime Jepang dari anime যেভাবে আমাদের সাইট [মেগা (mega.nz)] থেকে মুভি ডাউনলোড করবেন, website streaming anime subtitle indonesia dan nonton anime indo update setiap hari, TV যেভাবে আমাদের সাইট [মেগা (mega.nz)] থেকে মুভি ডাউনলোড করবেন, Terbaru Terupdate dan Terlengkap dengan Kualitas 1080p, 720p. 480p, 360p Anime Sub Indo.

Comments

Comment Report 2 Rule
Show Comments